মেহেরপুর প্রতিনিধি :
বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। এদিন ১৯৭১ সালে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যা পরবর্তীতে ‘মুজিবনগর সরকার’ নামে ইতিহাসে স্থান করে নেয়।
এ উপলক্ষে মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। তবে এবছর সীমিত পরিসরে এই দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভাঙা ভাস্কর্যগুলো পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
১৯৭১ সালের এই দিনে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় মুজিবনগর সরকার। এম এ জি ওসমানী হন এই সরকারের প্রধান সেনাপতি। শেখ মুজিবের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ১২ জন আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন, যাদের মধ্যে বর্তমানে জীবিত রয়েছেন মাত্র দুইজন।
এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর, ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই সরকারের নেতৃত্বেই ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
তবে দুঃখজনকভাবে, গত বছরের ৫ আগস্ট কিছু তরুণ-যুবক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে জাতির পিতার ভাস্কর্যসহ ‘১৭ এপ্রিলের গার্ড অব অনার’ নামের ভাস্কর্য এবং অন্যান্য ভাস্কর্যগুলো ভাঙচুর করেন।
এই ঘটনার পর জেলা প্রশাসন ভাস্কর্য পুনঃনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়ে দিয়েছে।