মোঃ মামুনুর রশিদ, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ থানার আয়োজনে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, ছিনতাই, সন্ত্রাস, আত্মহত্যা ও চুরি প্রতিরোধে থানায় অনুষ্ঠিত হলো “ওপেন হাউজ-ডে”।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল মতিন।
পুলিশ-জনগণের যৌথ উদ্যোগের উপর জোর দিয়ে পুলিশ সুপার বলেন, “পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। জনগণের সহযোগিতাতেই অপরাধ নির্মূল সম্ভব। মাদক, জুয়া, ছিনতাই, ইভটিজিংসহ সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
তিনি আরও বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তবে সমাজ থেকে অপরাধ দূর করতে হলে জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।