ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
নারী-পুরুষের সমতা এবং পারিবারিক উন্নয়নে পুরুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক প্রচারণা সভা।
সোমবার (২১ এপ্রিল) দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী গ্রামের ফিরোজ মণ্ডলের বাড়িতে এই সভার আয়োজন করে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্প। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায়, অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
প্রচারণা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং উৎপাদক দলের সদস্যরা স্বামীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা হয়—গৃহস্থালির কাজে পুরুষের অংশগ্রহণ, শিশুদের লালনপালনে যৌথ দায়িত্ব, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা, পরিবারের সদস্যদের পুষ্টিকর খাবারে সমান অধিকার নিশ্চিত করা এবং পারিবারিক সহিংসতা হ্রাসের ওপর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএডিসি কর্মকর্তা মোঃ জহরুল হক, ব্যাংকার মোঃ শাহ আলী, শিক্ষিকা হোসনেআরা, জেসমিন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর বিজন কুমার দেব, এবং জেন্ডার, ডিজাস্টার ও ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।
আয়োজকরা আশা করেন, এ ধরনের প্রচারণা সভার মাধ্যমে সমাজে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও সম্মানের সংস্কৃতি গড়ে উঠবে।
প্রতিবেদক:
ইসলামপুর, জামালপুর।