সংবাদ বিস্তারিত:
আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই পাঁচ সদস্য বিশিষ্ট সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের পুলিশ সুপার সামসুল আলম সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে একটি সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী একটি গাড়ির গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে। চালকের উপস্থিত বুদ্ধি ও কৌশলে যাত্রীরা প্রাণে বেঁচে যান। ঘটনাটি গাড়ির ড্যাশক্যামের ফুটেজে ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরপরই জেলা পুলিশ তৎপরতা শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০)
মো. ইসমাইল হালদার (৩৮)
মো. রমজান বেপারী (২৭)
রাসেল মোল্লা (২৪)
মো. লিমন মাতব্বর (২০)
তাদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালী জেলায় এবং রমজান ও লিমনের বাড়ি মাদারীপুরে।
পুলিশ জানিয়েছে, এই ছয় সদস্যের সংঘবদ্ধ চক্রটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, যারা একাধিক ডাকাতির সঙ্গে জড়িত। গ্রেপ্তার পাঁচজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
📌 এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
📌 পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ে নিরাপত্তায় বাড়তি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।