আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মেঘনা নদী ও আশপাশের এলাকায় ত্রাস সৃষ্টি করা লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তরিকুর রহমান সৈকত (২৮) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর এলাকায় শফিকের মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সৈকতের বাড়ি উপজেলার হোগলাকান্দি গ্রামে। তিনি আলোচিত লালু বাহিনীর অন্যতম নেতা। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলা বিভিন্ন থানায় চলমান এবং বাকি মামলাগুলো আদালতে বিচারাধীন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, “লালু বাহিনীর বিরুদ্ধে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, নদী ও স্থলপথে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। সৈকতকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, লালু বাহিনী দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার মেঘনা ও শাখা নদীতে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা নদীপথে চাঁদা আদায়, অবৈধ বালু বিক্রি, ডাকাতি ছাড়াও কখনো কখনো আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলাগুলি ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটিয়েছে।
সৈকতের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে।