আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাতটি শটগানের কার্তুজ। উদ্ধারকৃত কার্তুজগুলোর মধ্যে রয়েছে পাঁচটি সাধারণ কার্তুজ এবং দুটি লিডবল কার্তুজ।
সোমবার (১৯ মে) বিকেল পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ বিষয়ে ডিবি পুলিশের ইনচার্জ ইফতিয়াক আশফাক রাসেল জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্তুজগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো গত ৫ আগস্ট মুন্সিগঞ্জ সদর থানা থেকে লুণ্ঠিত শটগানের কার্তুজ।
পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং কার্তুজ লুণ্ঠনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।