শাহনেওয়াজ মনির অভি:
প্রতিনিধি, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), কুমিল্লা ক্যান্টনমেন্ট
১৯ মে ২০২৫ তারিখে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত “আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫”-এর চূড়ান্ত পর্ব, যা বুদ্ধিবৃত্তিক চিন্তা, বক্তৃতার শৈলী এবং সমালোচনামূলক বিশ্লেষণের এক অনন্য উদযাপন হিসেবে বিবেচিত হয়েছে।
বিএইউএসটি ডিবেট ক্লাবের আয়োজনে দুই ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রাথমিক ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় ১৪ মে, এবং ১৯ মে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ ফাইনাল রাউন্ড।
ছয়টি বিভাগ অংশগ্রহণ করলেও চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইংরেজি বিভাগ। বিতর্কের মূল প্রস্তাবনা ছিল:
“এই সংসদ মনে করে পারমাণবিক অস্ত্র বিশ্বকে আরও নিরাপদ করেছে।”
“এই সংসদ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করবে।”
“এই সংসদ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতিকে সমর্থন করে না।”
চ্যাম্পিয়ন: সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
রানার আপ: ইংরেজি বিভাগ
সেরা বক্তা: নাঈম শওকাত সেতু (প্রথম বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং)
বক্তৃতার দক্ষতা, যুক্তির বিশ্লেষণ এবং আপসহীন আত্মবিশ্বাসের জন্য চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে বিশেষভাবে স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিসিপি, পিএসসি। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি বক্তৃতায় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বগুণ ও বিশ্লেষণী ক্ষমতা অর্জনের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেন।
ডিবেট ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং ক্লাব সদস্যদের প্রাণবন্ত সঞ্চালনায় এই অনুষ্ঠানটি যুক্তিবাদ, চিন্তার স্বাধীনতা এবং একাডেমিক বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।
বিএইউএসটি থেকে জাতীয় পর্যায় ও আন্তর্জাতিক মঞ্চে যাত্রার এটাই হোক শুরু