May 23, 2025, 10:19 am

নাগরিক সেবায় ব্যর্থ পৌরসভা? ইউএনও’র কাছে হাফিজ পাঠাগারের স্মারকলিপি!

মো. শামসুল আলম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
ইসলামপুর পৌরবাসীর নাগরিক সেবা সহজীকরণ ও পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছে হাফিজ পাঠাগার।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ইসলামপুর উপজেলার উত্তর কিসামতজাল্লায় অবস্থিত হাফিজ পাঠাগারের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করেন পাঠাগারের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ইসলামপুর পৌরসভা বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভা হলেও নানা সমস্যায় জর্জরিত। পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অপর্যাপ্ত, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এছাড়া সুপেয় পানির সংকট, অকেজো সড়কবাতি, যত্রতত্র ব্যাটারিচালিত অটো চলাচল, ডাস্টবিনের অভাব, অনুমোদনহীন কারখানা ও মশক উপদ্রব—সব মিলিয়ে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়,

ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা,

অকেজো সড়কবাতি সচল করা এবং নতুন স্থানে স্থাপন,

নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রীকালীন টহল জোরদার,

অটোস্ট্যান্ড নির্ধারণ করে যানজট নিরসন,

পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও মশক নিধন কার্যক্রম চালু,

নাগরিক সেবা যেমন জন্ম-মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, প্রত্যয়নপত্র ইত্যাদি সহজীকরণ,

স্থানীয় বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম্য আদালতের কার্যক্রম শক্তিশালীকরণ এবং

থানা মোড়, মাদ্রাসা মোড় ও রেল গেইটে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন—এইসব বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে ইসলামপুর পৌর এলাকার নাগরিকরা উন্নত ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতভাবে পাবে এবং পৌরসভার সৌন্দর্যও বহুগুণে বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন