July 13, 2025, 8:03 pm

পূবাইল আদর্শ ইউনিভার্সিটি কলেজের এইচএসসি ব্যাচ-২০১৭ এর প্রথম পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

মো: আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পূবাইল আদর্শ ইউনিভার্সিটি কলেজের এইচএসসি ব্যাচ-২০১৭ এর প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান। ২০২৫ সালের ২৩ মে, শুক্রবার গাজীপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘আপন ভূবন পিকনিক ও শুটিং স্পট’-এ দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।

পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. ফাইজুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, নাসিমা আক্তার, লুৎফর রহমান, খোকন মিয়া, শ্যামল চন্দ্র দাস, সোলায়মান ও সাজ্জাদ হোসেন সুমন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্যাচ-২০১৭ এর বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু ও শিক্ষকদের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভরপুর হয়ে ওঠে মিলনমেলা। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া বক্তব্য, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যাহ্নভোজে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক আনন্দঘন স্মরণীয় দিন।

অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষকরা সাবেক শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেন।

এটি ছিল ব্যাচ-২০১৭ এর প্রথম পূর্ণমিলনী আয়োজন, যা অংশগ্রহণকারীদের মনে গেঁথে থাকবে দীর্ঘদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন