জেলা প্রতিনিধি: রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
রাজবাড়ীর কালুখালীতে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের তোরাপ মন্ডলের ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ মে ২০২৫) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারেক মন্ডল মোটরসাইকেলযোগে চাঁদপুর ব্রিজ অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই বারেক মন্ডল মারা যান।”
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ট্রাক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।