মো: আতেফ ভূঁইয়া
প্রতিনিধি, পূবাইল, গাজীপুর:
গাজীপুরের পূবাইল থানার মিরের বাজার রেলগেট এলাকায় গেটম্যানের অসাবধানতার কারণে ভয়াবহ এক রেল দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ মে) দুপুরে একটি পণ্যবাহী ট্রাক রেললাইনের উপর উঠে বিকল হয়ে পড়লে, প্রায় ২০ মিনিট পর একটি ট্রেন এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেট খোলা থাকায় ট্রাকটি রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ লাইনের একটি ভাঙা অংশে পড়ে তার এক্সেল ভেঙে যায়। ফলে ট্রাকটি লাইনের মাঝখানে আটকে পড়ে। স্থানীয়দের দাবি, প্রায় ২০ মিনিট ধরে ট্রাকটি লাইনের উপর দাঁড়িয়ে থাকলেও গেটম্যান বা রেল কর্তৃপক্ষ ট্রেন থামানোর কোনো উদ্যোগ নেয়নি।
এ বিষয়ে গেটম্যান আলঙ্গীর দাবি করেন, ট্রেনটি মাত্র ৭ থেকে ১০ মিনিটের মধ্যে চলে আসে। কিন্তু স্থানীয়রা তার এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, “ট্রাক আটকে পড়ার পর অন্তত ২০ মিনিট সময় ছিল। এ সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নিলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব ছিল।”
দুর্ঘটনায় ট্রাকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এতে রেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
ঘটনার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।