July 31, 2025, 9:21 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

রাজবাড়ীতে নারী গ্রেপ্তার, ঘরে মিলল অস্ত্র

মিরাজ হুসেন প্লাবন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা:

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ও দুটি তাজা কার্তুজসহ সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

এর আগে, গত রোববার (২ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমি খাতুন ভবানীপুর এলাকার মীর আ. রাজ্জাকের মেয়ে। জানা গেছে, তার স্বামী পলাতক আসামি আনোয়ার হোসেন অস্ত্রের ব্যাগটি সাময়িকভাবে বাড়ির বারান্দায় রাখার জন্য এক ব্যক্তির মাধ্যমে পাঠান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি অস্ত্রভর্তি ব্যাগটি নিয়ে এসে বাড়ির বারান্দায় রেখে যান। কিছুক্ষণ পর এক নারী ঘর থেকে বের হয়ে ব্যাগটি হাতে নেন এবং ব্যাগের ভেতরে কী আছে তা দেখে আবার ঘরের ভিতরে নিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সুমি খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সুমি খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি তার স্বামীর সঙ্গে যোগসাজশে অস্ত্রটি অন্যত্র হস্তান্তরের উদ্দেশ্যে নিজের হেফাজতে নিয়েছিলেন।

গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন