জুনেদ আহমদ রুনু
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. আলী হোসেন (৩৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের জমশেদপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে।
রবিবার (১৫ জুন ২০২৫) ছাতক পৌর শহরের তাতিকোনা এলাকার হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বাথরুমে শিক্ষক আলী হোসেন ওই শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে ছাতক থানার এসআই আখতারুজ্জামান ও এসআই মো. সোহেল রানা খন্দকার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেন।
ভিকটিমের বাবা, ছাতক পৌরসভার ফকির টিলা এলাকার বাসিন্দা, ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা (নং-১৯, তারিখ: ১৭ জুন ২০২৫) রুজু করা হয়।
ছাতক থানার তদন্ত কর্মকর্তা ও চার্জ অফিসার পরিদর্শক রঞ্জন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্তভার এসআই (নিঃ) মো. সোহেল রানা খন্দকারের ওপর অর্পণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।