মোঃ শামসুল আলম
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৭ জুন) মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায়, অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ অংশীদারিত্বে বাস্তবায়নাধীন জেসমিন প্রকল্প এই সভার আয়োজন করে।
সভায় জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রাশিদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল। তিনি বলেন,
“শিশুদের জন্য নিরাপদ ও সংগঠিত পরিচর্যা ব্যবস্থা গড়ে তোলা কেবল পরিবার নয়, পুরো সমাজের জন্য কল্যাণকর। এটি নারীদের অর্থনৈতিক অংশগ্রহণকেও উৎসাহিত করবে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অফিসের মনিটরিং অফিসার নাজমুল হোসেন, আনোয়ার পারভেজ, স্থানীয় বণিক সমিতির সদস্যরা, প্রকল্প সংশ্লিষ্ট প্রডিউসার গ্রুপ লিডার, কমিউনিটি মার্কেট এজেন্ট (CMA), নারী উদ্যোক্তাসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় শিশু পরিচর্যা কেন্দ্রের প্রয়োজনীয়তা, উপকারিতা এবং তা বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সব পক্ষ এই উদ্যোগে সহায়তার আশ্বাস দেন।