মোঃ রাহিম হোসেন
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ নম্বর গোবরাতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুঘুডিমা কালিতলা গ্রামের প্রধান রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বহুদিন ধরে খানা-খন্দে ভরা এবড়ো-থেবড়ো এই রাস্তাটি বর্ষা মৌসুমে রীতিমতো মরণফাঁদে পরিণত হয়।
এলাকাবাসীরা জানান, বারবার অভিযোগ করার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও ওয়ার্ড সদস্য মো. মাঈনুদ্দিন। শুধু আশ্বাস দিয়েই সীমাবদ্ধ থেকেছেন তারা।
পুনরায় বর্ষা শুরু হওয়ায় চরম ভোগান্তি এড়াতে অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ২১ জুন (শুক্রবার) রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়। প্রায় ছয়টি ট্রলিতে ইট ও রাবিশ ফেলে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করা হয়েছে রাস্তাটি।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তাটি মেরামতের জন্য সাড়ে সাত লাখ টাকা বরাদ্দ থাকলেও চেয়ারম্যান ও মেম্বারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কাজটি থেমে রয়েছে। ২২ জুন (রবিবার) বরাদ্দের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজ শুরু হয়নি।
তাদের দাবি, অবিলম্বে কাজের অনুমোদন দিয়ে দ্রুত সংস্কার কাজ শুরু করতে হবে, যাতে জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।