আন্তর্জাতিক ডেস্ক:
টানা অতিবৃষ্টির কারণে মালয়েশিয়ার নয়টি রাজ্যে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার কমান্ড সেন্টার।
শুক্রবার (৩০ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বন্যা কবলিত এলাকাগুলোতে ২৮ হাজার পরিবারের ৯৪ হাজার ৭৭৮ জনকে ৫২৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলাতান রাজ্য, যেখানে ৬৩ হাজার ৭৬১ জন তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এর পরে রয়েছে তেরেঙ্গানু রাজ্য, যেখানে ২২ হাজার ৫১১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী পরিষদের সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। তারা বন্যাদুর্গত এলাকাগুলোতে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য নিযুক্ত থাকবেন।
এই ভয়াবহ দুর্যোগে মালয়েশিয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং স্বেচ্ছাসেবকরা বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে।