December 22, 2024, 11:52 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

পাকিস্তানে মোনাজাতরত ব্যক্তিকে কার্গো থেকে ফেলে দিল নিরাপত্তা বাহিনী

মিরাজ হুসেন প্লাবন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক বিক্ষোভকারীকে কার্গোর ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাত মিটার উঁচু কার্গোর ওপর মোনাজাতরত এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন।

ঘটনার পটভূমি
ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মী-সমর্থকরা ওইদিন দলীয় আহ্বানে ইসলামাবাদে জমায়েত হন। তাদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কনটেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করে। সেই ব্যারিকেডের ওপর উঠে যান এক বিক্ষোভকারী। সেখানেই তাকে মোনাজাতরত অবস্থায় দেখা যায়।

পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর তার শারীরিক অবস্থা কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাজনৈতিক প্রেক্ষাপট
ইমরান খানের মুক্তি ও সরকার পতনের দাবিতে গত সপ্তাহজুড়ে পাকিস্তান ছিল উত্তাল। পিটিআই কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের জেরে বেশ কিছু এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। মঙ্গলবারের জমায়েতও এর অংশ।

তবে পিটিআই হঠাৎ বুধবার আন্দোলন স্থগিত করার ঘোষণা দিলে দলের অভ্যন্তরে বিভক্তি ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়।

জনমতের প্রতিক্রিয়া
মোনাজাতরত ব্যক্তির প্রতি এই আচরণকে মানবিকতার চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন অনেকেই। ঘটনাটি নিয়ে পাকিস্তানজুড়ে সমালোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি মানুষের আস্থাও কমিয়ে দিতে পারে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে পাকিস্তান সরকার কিংবা পিটিআই পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন