ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি, ভুয়া এজেন্ট, ভুয়া ভাউচার, অনুদানের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে গত ৩ ফেব্রুয়ারি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসুম গ্রামের দ্বীন মোহাম্মদ সাদিক নামে এক ব্যক্তি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগের মূল বিষয়সমূহ:
ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ
২০২৩ সালের ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের অনুদান (৫ লক্ষ টাকা) সঠিকভাবে ব্যয় না করে আত্মসাৎ
জেলা পরিষদ ও সাবেক সংসদ সদস্যের দেওয়া অনুদানের অর্থ যথাযথ খাতে ব্যবহার না করে আত্মসাৎ
কোচিং বাণিজ্যের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়
বিদ্যালয়ের প্রায় ১০০টি পুরনো গাছ বিধিবহির্ভূতভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক আবু হেনা এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সুষ্ট তদন্ত হউক।
Bad person
He is a very bad man