August 4, 2025, 3:45 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মিরাজ হুসেন প্লাবন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি, ভুয়া এজেন্ট, ভুয়া ভাউচার, অনুদানের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে গত ৩ ফেব্রুয়ারি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।

উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসুম গ্রামের দ্বীন মোহাম্মদ সাদিক নামে এক ব্যক্তি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগের মূল বিষয়সমূহ:
ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ
২০২৩ সালের ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের অনুদান (৫ লক্ষ টাকা) সঠিকভাবে ব্যয় না করে আত্মসাৎ
জেলা পরিষদ ও সাবেক সংসদ সদস্যের দেওয়া অনুদানের অর্থ যথাযথ খাতে ব্যবহার না করে আত্মসাৎ
কোচিং বাণিজ্যের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়
বিদ্যালয়ের প্রায় ১০০টি পুরনো গাছ বিধিবহির্ভূতভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক আবু হেনা এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

3 responses to “ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ”

  1. sunam hussain says:

    সুষ্ট তদন্ত হউক।

  2. Hasan says:

    He is a very bad man

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন