ভোলায় ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কার্ভাড ভ্যান আটকে দিলো ছাত্র জনতা
ভোলায় ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকে দেয়া হয়।
বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন যাবৎ ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ী ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্য বিরোধী ছাত্র নেতা ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় কাভার্ড ভ্যান আটকে রেখে বিক্ষোভ করে। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলীপ্যাড রোডে নিয়ে রাখে।
এর পূর্বে ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিল ও ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণসহ ৫ দফা দাবীতে বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা শহরের কে-জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদের আয়োজনে একটি মাববন্ধন করা হয়। ঘটনা স্থলে টহল পুলিশ এসে খোঁজ খবর নিয়ে চলে যায়। তাৎক্ষনিকভাবে এ বিষয়ে ইন্ট্রাকো কোম্পানির কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।