December 23, 2024, 7:49 am
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

“দেশবাসীর উদ্দেশে আয়কর নিয়ে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বার্তা”

Reporter Name

“দেশবাসীর উদ্দেশে আয়কর নিয়ে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বার্তা”

দেশবাসীর জন্য আয়কর দাখিল সহজতর করতে নতুন পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি জানান, এখন থেকে ব্যাংক বা আয়কর অফিসে না গিয়ে ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

প্রধান উপদেষ্টা বলেন, “দেশের অর্থনীতির চালিকাশক্তি আপনাদের দেওয়া কর। তবে কর জমা দিতে অনেককে হয়রানির শিকার হতে হয়। এখন থেকে বাড়িতে বসেই অনলাইনে আয়কর দেওয়া এবং রিটার্ন দাখিল করার সুযোগ থাকছে।”

তিনি জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সকল কর্মকর্তা-কর্মচারী, তফসিলি ব্যাংক এবং মোবাইল অপারেটর ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি করদাতাদেরও অনলাইনে রিটার্ন দাখিল করতে উৎসাহিত করা হচ্ছে।

এছাড়া ড. ইউনূস করদাতাদের উদ্দেশে বলেন, রিটার্ন দাখিল প্রতিযোগিতা করে করদাতাবান্ধব ব্যবস্থাপনা গড়তে এনবিআর বদ্ধপরিকর। এর অংশ হিসেবে ৯ সেপ্টেম্বর থেকে ২০২৪-২৫ করবর্ষের অনলাইন রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে। ই-রিটার্ন ব্যবস্থায় রিটার্ন প্রস্তুত, জমা, টিআইএন সনদ ও কর প্রদানের সনদ সহজেই পাওয়া যাবে।

অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন এনবিআর:

রেজিস্ট্রেশন পদ্ধতি: করদাতারা টিআইএন ও বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর ব্যবহার করে www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে মোবাইল নম্বর বায়োমেট্রিকভাবে যাচাইয়ের পর পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট সম্পন্ন করতে হবে।

রিটার্ন জমা: ই-রিটার্ন ড্যাশবোর্ডে ‘সাবমিশন’ অপশনের অধীনে ‘রেগুলার ই-রিটার্ন’ এবং ‘সিঙ্গেল পেজ রিটার্ন’ নামে দুটি পদ্ধতি আছে। বার্ষিক করযোগ্য আয় পাঁচ লাখ টাকার কম এবং সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার কম থাকলে ‘সিঙ্গেল পেজ রিটার্ন’ জমা দেওয়া যাবে।

প্রধান উপদেষ্টা দেশের তরুণদের করদাতাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যতে সমস্ত কর অনলাইনে সংগ্রহের পরিকল্পনার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন