আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন পদ্মা সেতুর মহাসড়কের বাইপাস লেনে একটি ক্লু-লেস হত্যা মামলা এবং মহাসড়কে ডাকাতির মামলার রহস্য দ্রুত
উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে। এ সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মুহম্মদ শামসুল
আলম সরকার গোয়েন্দা কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার
বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন পদ্মা সেতুর মহাসড়কের বাইপাস লেনে একটি ক্লু-লেস হত্যা মামলা এবং মহাসড়কে ডাকাতির মামলার রহস্য দ্রুত
উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে। এ সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মুহম্মদ শামসুল
আলম সরকার গোয়েন্দা কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেন।
পুরস্কার বিতরণী ও মাসিক কল্যাণ সভা:
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার
বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
উল্লেখযোগ্য অর্জন:
উপস্থিত অতিথিরা:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ
ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ূন রশিদ এবং মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন।
পুলিশ সুপারের বক্তব্য:
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা বিভাগের এমন নিরলস প্রচেষ্টা অত্যন্ত
প্রশংসনীয়। সফল অভিযানে সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান তাদের আরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে সাহসী ও দক্ষ অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী কর্মকর্তাদের নগদ অর্থ পুরস্কারসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ
স্বীকৃতি ভবিষ্যতে আরও কার্যকর দায়িত্ব পালনে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
উপস্থিত অতিথিরা:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ
ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ূন রশিদ এবং মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন।
পুলিশ সুপারের বক্তব্য:
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা বিভাগের এমন নিরলস প্রচেষ্টা অত্যন্ত
প্রশংসনীয়। সফল অভিযানে সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান তাদের আরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে সাহসী ও দক্ষ অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী কর্মকর্তাদের নগদ অর্থ পুরস্কারসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ
স্বীকৃতি ভবিষ্যতে আরও কার্যকর দায়িত্ব পালনে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।