আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে থানায় আটক অবস্থায় যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর বহিষ্কৃত ওই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাতে গ্রেফতারের পর রবিবার বিকেলে আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান তার জামিন নামঞ্জুর করে জেল
হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম নাসিরুজ্জামান খান জানান, “শুনানি শেষে আদালত তরিকুলসহ অন্যদের কারাগারে পাঠানোর নির্দেশ
দিয়েছে। যথাযথ বিচারের জন্য আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব।”
শুক্রবার রাতে শ্রীনগর থানা থেকে মারামারির মামলায় আটক তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনার পর আলোচনা-
সমালোচনার ঝড় ওঠে।
শনিবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে তিন ঘণ্টার আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে শ্রীনগর থানার এসআই আব্দুর
রাজ্জাক বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। এতে ৩১ জন নামীয় ও ১৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
ঘটনার পর তরিকুল ইসলামকে যুবদল কেন্দ্রীয় কমিটি সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে।