July 10, 2025, 4:32 am

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলার থেকে অবৈধ মাটিকাটা: স্থানীয়দের মানববন্ধন

মিরাজ হুসেন প্লাবন

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলার থেকে অবৈধ মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন

স্থানীয় গ্রামবাসী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায় প্রকল্পের ক্ষতিগ্রস্ত স্থানে দাঁড়িয়ে তারা এ কর্মসূচি পালন

করেন। এতে অংশ নেন খাসকান্দি ও চরপানিয়াসহ অন্তত ১১টি গ্রামের শতাধিক মানুষ।

বিক্ষোভে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকার পতনের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে প্রকল্পের পিলারের

নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করছে। এতে প্রকল্পের স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা দেখা

দিয়েছে।

বিক্ষোভকারীরা দ্রুত অবৈধ মাটিকাটা বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় কৃষকরা জানান, মাটি

কাটার কারণে নদীর তীরবর্তী দুটি গ্রামের সংযোগ সড়ক ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফসল উৎপাদন ও দৈনন্দিন চলাচল বিঘ্নিত হচ্ছে।

গ্রামবাসী হুঁশিয়ারি দেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন