কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্জয় হাসান
কুড়িগ্রামের কচাকাটা ইউনিয়নের গাবতলায় গাছ কাটার সময় গাছ মাথায় পড়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শ্রী টুনু। তিনি সকালে কাঠ সংগ্রহের জন্য গাছ কাটতে গেলে হঠাৎ গাছটি তার ওপর পড়ে। এতে তিনি মারাত্মক রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী জানান, টুনু একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। টুনুর দুই সন্তান—একটি মেয়ে, যে এখনো মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়নি, এবং একটি ছেলে, যার বয়স মাত্র ৮-৯ বছর।
টুনু মিস্ত্রির মাদারগঞ্জ বাজারে একটি কাঠের দোকান ছিল, যা তার পরিবারের মূল আয়ের উৎস। তার হঠাৎ মৃত্যুতে দোকানটি বন্ধ রয়েছে, এবং তার পরিবার কঠিন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও সন্তানরা গভীর শোকে নিমজ্জিত। স্থানীয়রা পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।