হারানো বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী আজ (২৫ তারিখ) বি ইউনিট ভর্তি পরীক্ষার দিন দক্ষিণ বনশ্রী থেকে তেজগাঁও কলেজে যাওয়ার পথে তার একটি নীল রঙের ব্যাগ (রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের লোগোযুক্ত) হারিয়ে ফেলেছেন।
ব্যাগটি ফার্মগেট এলাকায় সিএনজি অটোরিকশার পেছন থেকে পড়ে যায়। ব্যাগের ভেতরে রয়েছে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র, যার মধ্যে রয়েছে Admit Card, Registration Card, এবং কিছু গুরুত্বপূর্ণ নোট।
এই ব্যাগটি হারানোর ফলে তিনি আসন্ন সি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, যা তার জন্য অত্যন্ত ক্ষতিকর। ব্যাগের বিবরণ রঙ: নীল লোগো: রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ (RPLSC) হারানোর স্থান: ফার্মগেট এলাকা (সিএনজি অটোরিকশার পেছন থেকে পড়ে যায়) যোগাযোগের অনুরোধ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ব্যাগটির সন্ধান পান বা এর বিষয়ে কোনো তথ্য দিতে পারেন, তবে দয়া করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন: ফোন নম্বর: 01637137284 সাহায্যের আবেদন এই শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত জরুরি।
ব্যাগের সন্ধান দিলে বা এর কোনো তথ্য দিলে তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া সম্ভব হবে। এই মানবিক সহায়তার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।
বিঃদ্রঃ ব্যাগের সন্ধানদাতাকে একটি পুরস্কার দেওয়া হবে।