বগুড়া প্রতিনিধি:
“DoNation ফাউন্ডেশন” এর সহযোগিতায় এবং ‘বাংলাদেশ-৮৮’ চ্যারিটি ফোরাম বগুড়া-এর পরিচালনায় বগুড়ার হাসনা জাহান (ভান্ডারী) বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় শহরের শীববাটি এলাকায় অবস্থিত বিদ্যালয়ের ক্লাসরুমে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
✅ ‘বাংলাদেশ-৮৮’ বগুড়া জেলা শাখার উপদেষ্টা মেহেদী মাসুদ বিপু
✅ চ্যারিটি সমন্বয়ক পার্থ সারথী পোদ্দার
✅ সমাজসেবী আস্তারী রহমান, তাসলীনা রহমান মুক্তি, ফারুক হোসেন ও আহসান হাবিব লেমন
এসময় বক্তারা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ-৮৮’ চ্যারিটি ফোরাম কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।