নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি মো: তানজিম ইসলাম
৭ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন নালিতাবাড়ির হাতিপাগার বিওপি’র বিজিবি নাকুগাঁও এলাকা থেকে ৫৮৩৫ কেজি জিরা, একই রাতে হালুয়াঘাটের সূর্যপুর বিওপি’র বিজিবি ডুমনিকুড়া, কাটাবাড়ী এলাকা থেকে ৮৩৩ কেজি জিরা, আইলাতলী বিওপি’র বিজিবি বুটিয়াপাড়া এলাকা থেকে ২১৬০০ পিস জিলেট ব্লেড আটক করেছে। চোরাকারবারিগণ অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা ও ব্লেড পাচারের চেষ্টা করছিল।
এ সময় এই তিন বিওপি’র বিজিবি’র টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব ভারতীয় জিরা, ব্লেড আটক করতে সক্ষম হয়।
অভিযানের সময় চোরাকারবারিগণ এসব ভারতীয় ফেলে সটকে পড়ে । বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক।
আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধে বদ্ধ পরিকর।