July 8, 2025, 8:41 pm

রাজবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু!

মোঃ নিজামুল ইসলাম

রাজবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু!

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের আজিজুল হক ওরফে আরজু (২৪)। তিনি রাজবাড়ী সদর আলিপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোস্তাফা ব্যাপারীর ছেলে। সে সিলেটের জালালাবাদ সেনানিবাসের ২২ফিন্ড রেজিমেন্ট অর্টিলারি ইউনিটের একজন সৈনিক।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বলেন, সন্ধ্যার পর সেনা সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালে আসার আগেই পথেই মারা গেছেন।

 

নিহতের শ্বশুর হারুন বলেন, আজিজুল কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার বিকালে মোটরসাইকেল নিয়ে গোয়ালন্দের উদ্দেশ্যে বের হয়। গোয়ালন্দ থেকে বাড়ি ফেরার পথে নতুন রাস্তা এলাকায় পৌছালে পথচারীকে বাঁচাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ বলেন, আজিজুল ছুটিতে তার নিজ গ্রামের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে সে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। নতুনরাস্তা এলাকার এলে পথের মধ্যে মহাসড়ক পার হওয়া এক বৃদ্ধ পথচারী তার মোটরসাইকেলের সামনে দিয়ে পার হতে গেলে,তখন আজিজুল ওই বৃদ্ধকে বাঁচাতে গেলে, তখন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে।এতে করে তার মাথায় হেলমেড না থাকায় সে গুরুতর আহত ও রক্তাক্ত জখম হন। ওইসময় মহাসড়ক থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আজিজুলের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন