August 2, 2025, 8:36 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

মিরাজ হুসেন প্লাবন

মিরাজ হুসেন প্লাবন:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার আসর। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা শেষে ১টা ৭ মিনিটে তা সমাপ্ত হয়।

মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের আশায় লাখো ধর্মপ্রাণ মুসল্লি আল্লাহর দরবারে প্রার্থনা করেন। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর।

কান্নাজড়িত কণ্ঠে মাওলানা ইউসুফ বিন সাদ বলেন, “হে আল্লাহ, আপনি এ উম্মতকে রক্ষা করুন, আমাদের ইমানকে শক্ত করুন। আপনি আমাদের মাফ করে দিন। কোটি কোটি টাকা যেন আমাদের ইমান কেড়ে নিতে না পারে, আমাদের ইমান যেন নষ্ট না হয়—আপনি আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।”

আজ (রোববার) সকাল থেকেই তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বহু মানুষ ইজতেমা ময়দানে আসেন। অনেকেই জায়গা না পেয়ে মাঠসংলগ্ন সড়ক, গলি ও অলিগলিতে বসে পড়েন। পুরোনো খবরের কাগজ, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নেন তারা। পার্শ্ববর্তী বাড়ি, কলকারখানা, অফিস, দোকানের ছাদ, যানবাহনের ছাদ এবং তুরাগ নদীতে নৌকায় বসেও মুসল্লিরা মোনাজাতে শরিক হন।

এর আগে, ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, যার বাংলা তর্জমা করেন মুফতি আজিম উদ্দিন।

এছাড়া, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা, এবং আজ (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার আসর সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন