July 13, 2025, 9:02 pm

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই: এসআই আহত

মিরাজ হুসেন প্লাবন

 

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল কুখ্যাত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ফরিদ শেখকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতির চাপে পড়ে পুলিশ ফরিদের হাতকড়া খুলতে বাধ্য হয়। এ সময় হামলাকারীরা বাঁশ দিয়ে পিটিয়ে এসআই ওয়াহিদুল হাসানকে আহত করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, “ফরিদকে মাদকসহ গ্রেফতারের পর তার পরিবারের নারী-পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন জানান, “ফরিদ শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা দায়ের করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন