মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মঙ্গলবার বিকেল পৌনে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। পরে জেলা প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মাঝিড়া ফুট ওভারের নিচে একটি ট্রাকের চাপায় নিহত হন খড়না ইউনিয়নের গয়নাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মিরাজুল ইসলাম (২১)। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ সেটি আটক করে। নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
অপর এক ঘটনায় বিকেল পৌনে ৪টার দিকে মাঝিড়া বাইপাস সড়কের পূর্ব পাশে ঢাকা গামী একটি অজ্ঞাত বাস থেকে পড়ে যায় এক কিশোর। পেছন থেকে আসা আরেকটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এই দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।
প্রশাসনের বক্তব্য
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, মহাসড়কে ট্রাফিক আইন না মানার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। মাঝিড়ায় একটি ফুট ওভার ব্রিজ থাকলেও অনেকেই তা ব্যবহার না করে সরাসরি সড়ক পার হওয়ার চেষ্টা করেন, ফলে দুর্ঘটনার শিকার হন। তবে স্থানীয়দের আন্ডারপাসের দাবির বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি, এটি সড়ক ও জনপথ বিভাগের সিদ্ধান্তের বিষয় বলে জানান।