আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।
বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন, সদর উপজেলা প্রশাসন, মুন্সিগঞ্জ প্রেসক্লাব, দৈনিক সভ্যতার আলো, মুন্সিগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী-পুরুষ ও শিশুরাও শ্রদ্ধা জানায়।
একই সময়ে জেলার বিভিন্ন উপজেলায়ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জেলা স্টেডিয়ামে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়, পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।