এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
ঈদ আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে ‘মেহেরপুর ভাবনা’ নামের একটি সংগঠন এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। গত ৫ বছর ধরে, মেহেরপুর ভাবনা সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারকে স্বল্প টাকায় পোশাক ও খাবারের ব্যবস্থা করে আসছে। এবারও ১৫০ দরিদ্র শিশুকে মাত্র ৫ টাকায় পোশাক এবং পরিবারের সদস্যদের জন্য ১০ টাকায় চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, ময়দা, লবণ, চিনি ও দুধ প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি তানভির আল মামুন জানান, “দরিদ্র পরিবারের মাঝে ঈদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। শিশুরা ৫ টাকা দিয়ে পোশাক কিনে অনুভব করতে পারবে যে তারা নিজেরাই কিছু কিনেছে।”
এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক আহমেদ, এবং মেহেরপুর ভাবনার অন্যান্য সদস্যরা।