April 12, 2025, 11:42 pm

“বাংলাদেশ হোমিওপ্যাথিক ডেভেলপমেন্ট ফোরাম” এর পথচলা শুরু

সুমন রানা

🖋 মো: সুমন রানা | নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “বাংলাদেশ হোমিওপ্যাথিক ডেভেলপমেন্ট ফোরাম”।

বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে গত ১০ এপ্রিল রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ক্যাফেটেরিয়ায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. আব্দুল্লাহ আল যোবায়ের-কে সভাপতি এবং ডা. মহিউদ্দিন-কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।

ফোরামের সভাপতি জানান, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হোমিওপ্যাথিকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি এক মিলনমেলা ও দোয়া মাহফিলের মাধ্যমে সম্পন্ন হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সমাজসেবী ও শিক্ষাবিদরা অংশ নেন।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের ভাষায়—

“আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মানোন্নয়ন, আধুনিক গবেষণার প্রয়োগ এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েই এই পথচলা শুরু করেছি।”

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির আধুনিক গবেষণা ও উন্নয়ন

গরিব ও প্রান্তিক জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমুখী কার্যক্রম

শিক্ষিত তরুণদের চিকিৎসা ও মানবসেবায় উদ্বুদ্ধ করা

ভবিষ্যৎ পরিকল্পনা:
নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন

হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মশালা

গবেষণা প্রতিবেদন প্রকাশ

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এই সংগঠনের মাধ্যমে চিকিৎসা ও মানবিকতার এক অপূর্ব সমন্বয় গড়ে উঠবে এবং এটি বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য, বাংলাদেশ হোমিওপ্যাথিক ডেভেলপমেন্ট ফোরাম একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এগিয়ে যেতে চায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন