মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে ঘুষ গ্রহণ ও দালালি চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ অভিযানে চারজন দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে চারজনকে আটক করে দুদক।
আটক ব্যক্তিরা হলেন:
১. মো. আশিক খান, চর লক্ষ্মীপুর, রাজবাড়ী সদর
২. মো. আকরামুজ্জামান, কাজীবাধা বেথুলিয়া
৩. মো. লিয়াকত আলী মৃধা, গোপিনাথদিয়া
৪. মো. মনসুর আহমেদ, পীরতলা কাজীকান্দা
দুদক জানায়, সকাল থেকেই তারা ছদ্মবেশে বিআরটিএ অফিসে অনিয়ম ও দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে অভিযানে দেখা যায়, অভিযুক্তরা অফিসের ভেতরে বসে গ্রাহকদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট দেওয়ার নামে টাকা নিচ্ছিলেন। তাদের কাছ থেকে মোট ৭২ হাজার ৪২০ টাকা জব্দ করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “বিআরটিএ কর্তৃপক্ষের সহায়তা ছাড়া কোনো দালাল অফিসের ভেতরে বসে দালালি করতে পারে না। এই বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।”
বর্তমানে আটক দালালদের বিআরটিএ কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ বলেন, “আমি এখন থানায় আছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
উল্লেখ্য, একই দিনে ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের মোট ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে অভিযান পরিচালনা করে দুদক।