ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই মূল বার্তা সামনে রেখে জামালপুরের ইসলামপুরে ভূমি মেলা উদযাপন উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে ইসলামপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ার ইফতেকার।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী এবং শিক্ষার্থী তাবাসসুম রৌজসি।
বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা এবং নামজারি ব্যবস্থার মাধ্যমে জনগণ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।