July 20, 2025, 10:43 am
শিরোনাম :
“চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হৃদয় হত্যার রহস্য উদঘাটন: জুয়া, প্রতারণা ও নির্মম শ্বাসরোধ মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথেই থেমে গেল তিন শিশুর জীবন ভাড়াটে লোক এনে জমি দখলের চেষ্টা, এবার রাতের আঁধারে সন্ত্রাসী হামলা হেলমেট না থাকলে মাথা উড়েই যেত-চাঁদার দাবিতে চাপাতির কোপ রাজবাড়ীর ইয়াবা সম্রাট ইসহাক গ্রেফতার, ৪৫০ পিস ইয়াবাসহ বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন এফবিসিসিআই নির্বাচন: আতিকুর রহমানের পক্ষে গণজোয়ার শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ ১৫ বছর ধরে চালিয়ে গেছেন প্রতারণা -অবশেষে পুলিশের জালে ধরা

গোবিন্দগঞ্জে দুই বাসের চাপায় রিকশাচালক মিলনের করুণ মৃত্যু

মিরাজ হুসেন প্লাবন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের চাপায় মিলন ব্যাপারি (৩০) নামে এক রিকশা চালকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন ব্যাপারি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মিলন ব্যাপারি বোয়ালিয়া এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রংপুর থেকে শেরপুরগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) বাসটি পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। যাত্রীসহ রিকশাচালক ছিটকে মহাসড়কে পড়ে যান।

এসময় রংপুর থেকে রাজশাহীগামী ‘পথের সাথী’ (ঢাকা মেট্রো-ব ১২-০৪১৩) বাসটি ওভারটেক করতে গিয়ে মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত দুই যাত্রী—গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক ও আশরাফুল ইসলাম—কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিলন ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন