মোঃ রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল আলোকিত গৌড়-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেল ৫টায় আলোকিত গৌড়ের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলোকিত গৌড়ের সম্পাদক মো. আব্দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন প্রকাশক নূরে আলম সিদ্দিকী (আসাদ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাক আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, আল নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ গোলাম রাব্বানী, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল আলম, সিটি প্রেসক্লাব সভাপতি কামাল শুকরানা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশিরসহ বিভিন্ন গণমাধ্যম, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আলোকিত গৌড়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা “আলোকিত গৌড়”-এর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। তরুণ সাংবাদিকদের সত্য, সাহসী এবং জনবান্ধব সাংবাদিকতায় এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।