July 8, 2025, 9:31 pm

চালকের আসনেই শেষ নিঃশ্বাস — হৃদরোগে সিএনজি চালকের মৃত্যু

মিরাজ হুসেন প্লাবন

শাজাহানপুর (বগুড়া) উপজেলা প্রতিনিধি:

শ্রমজীবী মানুষের নীরব সংগ্রাম যেন থেমে গেল এক হৃদয়বিদারক ঘটনায়। বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে গ্যাস নেওয়ার পর গাড়ি চালাতে গিয়েই প্রাণ হারালেন এক সিএনজি চালক—জাহাঙ্গীর আলম (৩৮)।

নিহত জাহাঙ্গীর আলম বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই তিনি ভোরে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু আর ফিরে যাওয়া হলো না পরিবারের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএমএসএস গ্যাস পাম্প থেকে গ্যাস নেওয়ার পর রাস্তায় ওঠার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। চালনার মাঝেই স্ট্রোক করলে তার সিএনজি ধীরে ধীরে রাস্তার পাশে থেমে যায়। আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান, তিনি অচেতন হয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী চালকদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও বেদনা।
স্থানীয় জনপ্রতিনিধি, চালক সংগঠন এবং সাধারণ মানুষ জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

একজন পরিশ্রমী মানুষের হঠাৎ বিদায় শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজেরই অপূরণীয় ক্ষতি।
জীবনের প্রতিদিনের যুদ্ধ যারা রাস্তায় কাটান, জাহাঙ্গীর আলম তাদেরই একজন নিরীহ সৈনিক ছিলেন—যিনি নিজের জীবন উৎসর্গ করলেন জীবিকার টানে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন