এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বনবিভাগের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একজন সরকারি প্রকৌশলী ও এক কলেজছাত্র। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে।
নিহতরা হলেন—মেহেরপুর গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী এ কে এম মাহফুজুর রহমান (৪৭) এবং মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী আকমল হোসেন (২০)। মাহফুজুর রহমানের বাড়ি গহরপুর গ্রামে এবং আকমলের বাড়ি শেখপাড়া গ্রামে; তিনি মাবু মিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রকৌশলী মাহফুজুর রহমান অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন এবং কলেজছাত্র আকমল হোসেন বিপরীত দিক থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। বনবিভাগ অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর分别:
মাহফুজের: ঢাকা মেট্রো-হ ৩৬-৫৪২৯
আকমলের: মেহেরপুর হ-১৩-৫১৯৪
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে।