পলিথিন ব্যাগ নিষিদ্ধে ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং শুরু: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর মনিটরিং শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) এক ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারশপসহ কোনো মার্কেটে পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্য সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত বাস্তবায়নের চিন্তা করছে সরকার।