December 23, 2024, 9:41 am
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

প্রধান উপদেষ্টা: “জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে”

Reporter Name

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের বর্তমান সুযোগ ঐক্যবদ্ধভাবে কাজে লাগানো জরুরি; নাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, দেশের সংকটময় সময়ে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

এবারের পদোন্নতি পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

প্রধান উপদেষ্টা বলেন, জাতির সৃষ্টিতে ছাত্র-জনতার বিপ্লব ও বীর শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সেই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ সেনানীদের অবদানের কথাও তিনি স্মরণ করেন।

তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন যে, অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা এবং দায়িত্বের উপযুক্ততা বিবেচনায় নিয়ে পদোন্নতির সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া, যেসব অফিসার সামরিক জীবনে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশও প্রদান করেন ড. ইউনূস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন