বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের বর্তমান সুযোগ ঐক্যবদ্ধভাবে কাজে লাগানো জরুরি; নাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, দেশের সংকটময় সময়ে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
এবারের পদোন্নতি পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
প্রধান উপদেষ্টা বলেন, জাতির সৃষ্টিতে ছাত্র-জনতার বিপ্লব ও বীর শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সেই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ সেনানীদের অবদানের কথাও তিনি স্মরণ করেন।
তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন যে, অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা এবং দায়িত্বের উপযুক্ততা বিবেচনায় নিয়ে পদোন্নতির সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া, যেসব অফিসার সামরিক জীবনে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশও প্রদান করেন ড. ইউনূস।