এইচ বি সুমন আলী, তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার উত্তর সওদাগর পাড়া গ্রামে একটি রেন্ট্রি গাছে ঝুলন্ত অবস্থায় মো. সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে রাখাইন চোংমোর বাড়ির পাশে একটি বাগানে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পায়।
খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
নিহত সিদ্দিকুর রহমানের বাড়ি আমতলী উপজেলার আমরাগাছিয়া গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি তালতলীর সওদাগর পাড়ায় তার শ্বশুর জদেব আলী ব্যাপারীর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, সিদ্দিক পেশায় একজন জেলে শ্রমিক ছিলেন এবং স্বপন ফকিরের ট্রলারে কাজ করতেন। অভাব-অনটন ছিল তার নিত্যসঙ্গী। প্রায়ই তাকে হতাশ হয়ে ছালাম দোকানের সামনে বসে থাকতে দেখা যেত।
সিদ্দিকের স্ত্রী মাসুমা আক্তার জানান, দীর্ঘদিন ধরে কাজ না থাকায় সে গভীর হতাশায় ভুগছিলেন। দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে গিয়ে পরিবারটি চরম দুরবস্থার মধ্যে পড়েছিল।
পরিবারের দাবি, চরম দারিদ্র্য, বেকারত্ব ও মানসিক চাপ থেকে মুক্তির কোনো পথ না পেয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিদ্দিক।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।