আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড়ের দক্ষিণ পাশের প্রধান সড়কটি এখন খানা-খন্দে ভরা। দিঘীরপাড় বাজার থেকে আশ্রয় প্রকল্প পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন তিন জেলার লক্ষাধিক মানুষ।
সড়কটি মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর জেলার অন্তত ১১টি ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ এ পথেই যাতায়াত করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ইটের সলিং উঠে গিয়ে জায়গায় জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়ক কাঁদায় পরিণত হয়ে পড়ে, চলাচল কঠিন হয়ে যায়। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন।
স্থানীয় মোটরসাইকেল চালক জাফর মোল্লা বলেন, “বৃষ্টির দিনে গর্তগুলো পানিতে ডুবে যায়। তখন গাড়ি চালানো খুব বিপজ্জনক হয়ে পড়ে। সড়কটি যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।”
দিঘীরপাড়ের বাসিন্দা রহিম শেখ বলেন, “পুরো সড়কটির অবস্থা ভয়াবহ। আমরা দিঘীরপাড়ের মানুষ হয়েও মৌলিক অবকাঠামোর জন্য এমন ভোগান্তি পোহাচ্ছি।”
টঙ্গীবাড়ী উপজেলার প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, সড়কটির জন্য অর্থ বরাদ্দ হয়েছে এবং শিগগিরই সংস্কারের কাজ শুরু হবে।