বাংলাদেশের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছে, যা ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় এক মুহূর্ত হিসেবে ধরা দিচ্ছে। ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ঐতিহাসিক ৭-১ ব্যবধানে জয়ের স্মৃতি অনেকের মনে ফের ফিরে আসে এই জয়ে, তবে এবার ব্রাজিল নয়, প্রতিপক্ষ ছিল ভুটান এবং বিজয়ী হলো বাংলাদেশ।
নেপালে রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে তহুরা আক্তার এবং সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দল পুরো খেলায় আধিপত্য বজায় রাখে। খেলার মাত্র সাত মিনিটের মাথায় ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শটে প্রথম গোলের সূচনা হয়। এরপর ১৫ মিনিটে তহুরা আক্তার ভুটানের ডিফেন্ডারদের ভুলের সুযোগে ব্যবধান বাড়ান।
২৪তম মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন দলের হয়ে তৃতীয় গোলটি করেন, যা দলের মনোবল আরও বাড়িয়ে দেয়। প্রথমার্ধে তহুরার দুটি এবং সাবিনার একটি করে চারটি গোলের মাধ্যমে ৫-১ ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থেকে বিরতিতে যায়, যেখানে ভুটান একটি গোল পরিশোধ করেছিল।
দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমিয়েও ৫৭ মিনিটে তহুরা তার হ্যাটট্রিক পূর্ণ করেন। কর্নার থেকে মাসুরা পারভিনের হেডে শেষ গোলটি আসে, যা ম্যাচের চূড়ান্ত স্কোর ৭-১ নির্ধারণ করে। এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের স্থান নিশ্চিত করলো বাংলাদেশ।