সংবাদ:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলা শিক্ষক মিলনায়তন ভবনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান এবং পরিচালনা করেন ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. একরাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ এবং ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছালেক মিয়া, উপজেলা তথ্য আপা গোলাপী বিশ্বাস, ছাত্র সমন্বয়ক মো. এহসানুল মাহবুব জুবায়েরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ইউএনও মো. তরিকুল ইসলাম। এসময় সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে তাহমিদ আহমদসহ দুইজনকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বাউল শিল্পী সুজিত বৈষ্ণব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোফাজ্জল হোসেন এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সৃজন দাস।
শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ নাগরিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।