বগুড়ায় গুলি ও বিদেশি পিস্তলসহ আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান আলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান আলী ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হান আলীর বাড়ি থেকে একটি গুলি ও ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।