August 1, 2025, 1:22 am
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

দেশের আকাশে কালো শকুন উড়ছে, সতর্ক করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মিরাজ হুসেন প্লাবন

সাতক্ষীরা প্রতিনিধি:

দেশের আকাশে “কালো শকুন” উড়তে দেখা যাচ্ছে, যা নিয়ে জনগণকে সতর্ক করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং কোনোভাবেই তাদের মাটিতে নামতে দেওয়া হবে না।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের সমাবেশে এ সতর্কবার্তা দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “যত ষড়যন্ত্রই হোক, তা ব্যর্থ করতে হবে।” তিনি বলেন, যারা দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা রাখে না, তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। তিনি দেশবাসীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই দেশের এক টুকরো মাটিও হায়েনাদের হতে দেওয়া হবে না।”

জামায়াত আমির আরো বলেন, ২০০৯ সালে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর পিলখানা হত্যাকাণ্ড এবং জামায়াত নেতাদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল। এরপর বাংলাদেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা উসকানি দিচ্ছে। সেই ফাঁদে পা না দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন