রিপোর্টার:
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
বিস্তারিত:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক, কারানির্যাতিত জননেতা মুফতি লুৎফুর রহমান বিননূরী।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টারে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জমিয়তের যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা শামসুল ইসলাম। যৌথভাবে সঞ্চালনা করেন ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান এবং দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক ও দোয়ারাবাজারের শীর্ষ আলেমরা, সিলেট মহানগর জমিয়তের নেতৃবৃন্দ এবং ওমান কেন্দ্রীয় জমিয়তের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, “মুফতি লুৎফুর রহমান বিননূরী একজন ব্যতিক্রমধর্মী নেতা, যিনি দ্বীন, শিক্ষা ও জনসেবার সমন্বয় ঘটিয়েছেন। তিনি এই জনপদের জন্য আশার আলো হয়ে উঠবেন।” বক্তারা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্ব সুনামগঞ্জ-৫ এ দীর্ঘদিনের আদর্শিক নেতৃত্বের ঘাটতি পূরণ করবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারীদের স্মরণে বিশেষ আলোচনা, দোয়া মাহফিল এবং শহীদদের মাগফিরাত কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়। শেষে ছাতক উপজেলা জমিয়তের সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।